Header Ads

আমি কোথায় গিয়ে দাঁড়াবো ❑ রীনা আক্তার

আমি কোথায় গিয়ে দাঁড়াবো

আমি কোথায় গিয়ে দাঁড়াবো?
যেখানে যাই প্রবল শক্তিতে
এসে দাঁড়ায় ভ্রান্তির খেলা।
সব সত্যকে দুরে ঠেলে
আশ্রয় পায় অশান্তির মেলা।
আভিজাত্যের মোহে লাথি মারি নির্বোধের বুকে,
ধনীদের কাছে ডাকি বন্ধু সম্বোধন করে।
স্বার্থান্বেষীরা অবজ্ঞা ভরে বলে,
গরীবের বন্ধুত্ব হবে আবর্জনার স্তুপে।
হারিয়ে ফেলেছি আজ মোরা সত্যিকারের বিবেককে
মিথ্যার জালে আকরিয়ে ধরি সততাকে।
দেশের অকল্যাণে অস্ত্র এগিয়ে দিচ্ছে যারা
শ্রদ্ধা সম্মান সব কিছুরই অধিকারী তারা।
অনাহারে পরে থাকা কাঙ্গালেরে ধরি,
খুঁজে বেড়াই তার মাঝে অত্যাচারে ফন্দি।
ভবিষ্যতকে ভাবি তখনও কি থাকবে এমনটি?

রীনা আক্তার
মানিকগঞ্জ

No comments

Powered by Blogger.