Header Ads

বিশ্ব মানবের তরে বিনীত প্রার্থনা ❑ তারাপদ মাঝী


বিশ্ব মানবের তরে বিনীত প্রার্থনা

তারাপদ মাঝী

আকাশকে আমি বলছি -

তোমার বিশাল বক্ষে মানুষের জন্য

একটু ভালবাসা জমা রেখে দাও।

কারণ মানুষ ভালবাসা হারিয়ে ফেলেছে।

তুমি মানুষকে পরে ফেরত দিও।

সাগরকে আমি বলছি -

তোমার সুবিশাল বক্ষে মানুষের জন্য

একটু আবেগ ও সহানুভূতি জমা রেখে দাও

কারণ মানুষ এগুলো হারিয়ে ফেলেছে।

তুমি মানুষকে পরে ফেরত দিও।

বাতাস ও ঝড়কে আমি বলছি -

হে বাতাস তুমি সব কিছু উড়ায়ে নিওনা।

মানুষের জন্য একটু মমতা রেখে যাও।

কিছু তোমার নিজের কাছে জমা রাখ।

কারণ মমতা না থাকলে মানুষ পশু হয়ে যাবে।

তোমরা মানুষকে পরে জমা অংশ ফেরত দিও।

বৃক্ষ ও বনস্পতিকে আমি বলছি -

হে বৃক্ষ , হে বনস্পতি মানুষের জন্য একটু স্নেহ,

একটু মায়া, সেবা দানের মনোবৃত্তি রেখে দাও।

কারণ এগুলো আর মানুষের মধ্যে নাই।

তোমরা মানুষকে পরে ফেরত দিও।

সূর্যকে আমি বলছি -

হে সূর্য তুমি মানুষের বিশ্বাসকে জমা রেখে দাও।

কারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে।

তুমি মানুষকে পরে ফেরত দিও।

গ্রহ তারা ও নক্ষত্রকে আমি বলছি -

তোমরা মানুষের ঠিকানাটা সংরক্ষণ করে রাখ।

কারণ মানুষ তার ঠিকানাও হারিয়ে ফেলছে।

তোমরা মানুষকে পরে ফেরত দিও।

সবুজ ঘাস ও প্রস্ফুটিত ফুলকে আমি বলছি -

মানুষের জন্য একটু হাসি ও শুভেচ্ছা

জমা রেখে দাও।

কারণ মানুষ হাসি ও শুভেচ্ছা ভুলে গেছে।

তোমরা মানুষকে পরে ফেরত দিও।

পরিশেষে অতিমারিকে আমি বলছি -

তুমি মানুষকে উপযুক্ত শিক্ষা দিয়েছ --

জগতটাকে পরিবর্তন করে ফেলেছ।

এখন তুমি চলে যাও ,

তোমার এ শিক্ষা মানুষ প্রত্যাখ্যান করছে

তাই তুমি অশুভ, তুমি অপাঙ্ক্তেয় -

তোমার কোন প্রয়োজন নেই।

তোমার কারণে মানুষ আজ বড় অসহায় ,

বড় নিঃশ্ব।

মায়া , মমতা, স্নেহ, ভালবাসা, প্রেম , প্রীতি

আবেগ, বাৎসল্যতা এগুলো সব তুমি

মানুষের কাছ হতে ছিনিয়ে নিয়েছ।

তুমি এখন দূর হয়ে যাও।

পরিশেষে, পরম করুণাময়কে বলছি,

তোমার এ নিষ্ঠুর লীলা বন্ধ করো।

অনেক হয়েছে, আর কেন?

এখন নিজগুণে মানুষকে ক্ষমা করো।

জয় হোক তোমার সৃষ্টির,

জয় হোক মানুষের।

No comments

Powered by Blogger.