Header Ads

ভালবাসা নয় আলেয়ার আলো ❑ রীনা আক্তার


ভালবাসা নয় আলেয়ার আলো

রীনা আক্তার

যন্ত্রনার এভারেষ্ট গলে বয়ে চলেছে,

আমার একাকিত্বের মাঝে উত্তপ্ত ঝর্ণা ধারা।

ভালবাসার স্নিগ্ধ অনুভূতি গুলো

নিষ্ঠুরতার রূঢ় থাবায় দুমড়ে মুচড়ে

নিঃচিহ্ন, আহত, প্রানহীন কংকালের মতো।

কষ্টের অনুভূতি গুলো স্বার্থপরের ন্যায়

দাঁড়িয়ে আছে মূক বিহবল হয়ে।

চির সত্য ভালবাসার স্মৃতি গুলো আজ

ফুটন্ত লিকারের কালো বাষ্প ।

কল্পনার সুখ পাখি আজ বন্দি হয়ে গেছে

মিথ্যা ভালবাসার নিষ্ঠুর কষাঘাতে

হৃদয়ের সব ভালবাসা থেমে গেছে

স্থান পেয়েছে ভালবাসার ক্রন্দন ।

হিমালয়ের মতো ধ্রুব ভালবাসা

সময়ের দুরত্বে হয়ে গেছে ধুম্রজাল।

উড়ে গেছে সুখপাখি শূন্যকরে

এ জীবনের করিডোর ।

ভালবাসার কারনে ---

সুখ স্বপ্ন গুলো নিঃশেষ হলো

ভালবাসা ছিলনা তা

ছিল যে শুধু আলেয়ার আলো।

No comments

Powered by Blogger.