Header Ads

ফিরিয়ে যদি দাও ❑ রীনা আক্তার

ফিরিয়ে যদি দাও

রীনা আক্তার

ফিরিয়ে যদি দাও কখনও

শূন্য করে এ মন,

শূন্য সেত থাকবে না কখনও

ভরে যাবে শত আঘাতের আগুন।

ফিরিয়ে যদি দাও কখনও

শূন্য করে এই ক্ষুদ্র মনের ভালবাসা,

নিরাশার হতাশায় ডুকরে ডুকরে

কাঁদবে শত আশা।

ভালবাসার প্রতিদান ভালবাসা না হলেও

কষ্টো হয় জানি,

সেই কষ্টের মাঝ থেকে তীল তীল করে

খুজে লইবো তোমাকেই আমি।

স্পর্শটুকু ভুলে যেও তুমি

প্রিয়ার স্পর্শের ছলে,

প্রিয় হারা আমি বেদনায় কাতর

বেঁচে থাকবো শুধু তোমারই স্মৃতি নিয়ে।

থামিয়ে যদি দাও কখনও আমার চলার গতি

ছাই হয়ে যাবে এ মন, চূর্ণ বিচূর্ণন হবে বুক,

পৃথিবীতে বেঁচে থাকা হয়ে যাবে অনর্থক

তবুও থমকে দাঁড়াবো, পিছু তাকাবো না

কারন-----

তোমার সুখেই তো আমি মানি সুখ।

No comments

Powered by Blogger.