Header Ads

পাগলমন মনরে আমার ❑ সাবরিনা মোয়াজ্জেম ❑ পর্ব_০২

পাগলমন মনরে আমার

সাবরিনা মোয়াজ্জেম

পর্ব_ 

ধরুন মেয়েটি মিতা আর ছেলেটি ফাইয়াজ।

মিতা বাসায় এসে সব ভুলে যায়। কারণ রাস্তায় কারো সাথে পরিচয় হতেই পারে তা নিয়ে এতো এক্সসাইটেড হওয়ার কিছুই নেই। সব কিছু ভোলার মতো মিতাও ভুলে যায়। দুদিন হয়ে গেছে ফাইয়াজ মিতাকে ফোন দিবে ভাবছে। কারণ ফোন নাম্বার নিয়েছে যখন ফোনতো মিতা আশা করতেই পারে। আহা, কি যেনো ভাবছে মিতা? আজ দেবো, এখুনি দেবো, যদি দেই মিতার হাসবেন্ড কি ধরবে? কি বলবে ধরে? এই নিয়ে নিজের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে! কি মনে করে নাম্বারটা হাতে নিয়ে ফোন দিয়ে ই দিলো ফাইয়াজ। হ্যালো, অপর প্রান্তের উত্তর, আসসালামু আলাইকুম ডিকেন্স ফ্যাশন হাউস থেকে আমি ম্যানেজার গোলাপ রহমান বলছি! ভুল নাম্বার নাকি রং নাম্বার? কেটে দিলো ফাইয়াজ! মনে মনে ভাবলো মিতা কি তাকে ভুল নাম্বার দিলো? ভুল নাম্বার দিলে এমন মুহস্ত তোতাপাখির মতো কিভাবে বলতে পারলো? কি জানি বাবা!মেয়েদের মন বোঝা দায়! সেদিনের মতো ফাইয়াজ ফোন বাদ দিয়ে কাজে মনোনিবেশ করলো!

মিতা সম্পুর্ণ ফাইয়াজকে ভুলে যায়! সে তার ঘর গৃহস্থি নিয়ে ব্যস্ত সাথে ব্যবসা আর বাচ্চাদের সময় দেয়া ছাড়া যে টুকু সময় থাকে পেপার আর গল্প বই পড়েই কেটে যায়! কখনো কখনো নতুন রান্নার এক্সপেরিমেন্ট করে। তাই এতো তাগিদ নেই। একমাত্র ছেলের আবদার রক্ষা করতে করতে তার জীবন তুলোধুনো সাথে আছে ব্যবসা। যদিও ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ধ্যার পরে যায়। এতো মাথা ব্যথা নেই। ম্যানেজার কর্মচারি দারুণ হেল্প করে! তাই মাথায় এতো বোঝা নেই!

ফাইয়াজ সেদিন অবশ্য মিতাকে কচুক্ষেত নামিয়ে দিয়ে গিয়েছিলো কোনো এক বাসার সামনে। কিন্তু রাতের বেলা হওয়াতে ফাইয়াজের মনে নেই ঠিক কোন বাসা। আর ফাইয়াজ ধারে কাছেই থাকে। কিন্তু কি করে মিতাকে ফাইয়াজ খুঁজে বের করবে? আর খোঁজাটা কি আদৌ জরুরী!? মনে মনে ভাবে আর কল্পনা করে মেয়েরা কতো মিথ্যেবাদী! তবুও আবার এই নাম্বারে ফোন দেয় ফাইয়াজ বেশ কোতুহলী হয়ে দেখি এই ফ্যাশন হাউস কোথায়? তারপর ফোনে যথারীতি একই ডায়লগ ফেরত আসে। ফাইয়াজ জিজ্ঞেস করে, এই ফ্যাশন হাউস কোথায়? প্রতি উত্তর আসে, কচুক্ষেত! স্যার কিছুর অর্ডার করবেন কি? ফাইয়াজ চুপ থেকে ভাবে যাকে সে খুঁজছে তার নামটা ই তো জানেনা! আসলে দুজন মানুষ অনেক্ক্ষণ এক সাথে থেকেও কেউ কারো নাম জিজ্ঞেস করে জানা হয়নি! তাই ফাইয়াজ ফ্যাশন হাউসের লোকেশন জেনে নিলো! অন্য দিন আসবে বলে ফোন রেখে দিলো! মনের জগতে নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হতে লাগলো? তাহলে কি মিতার হাসবেন্ড ব্যবসা করে? তাহলে ওখানে গিয়ে লাভ কি? আর মিতা নিজের নাম্বার না দিয়ে দোকানের নাম্বার দিলো কেনো? এটাতো রীতিমতো অপমান! তারপরও মিতার ভাবনা ফাইয়াজের মাথা থেকে নামেনা! ভাবে যাবে একদিন তাতে যা হবার হবে!

চলবে...........

No comments

Powered by Blogger.