Header Ads

পাগলমন মনরে আমার ❑ সাবরিনা মোয়াজ্জেম ❑ পর্ব_০৩

পাগলমন মনরে আমার

সাবরিনা মোয়াজ্জেম

পর্ব_ 

ফাইয়াজ সাহস করে একদিন বিকেলে চলে যায় ডিকেন্স ফ্যাশন হাউসে! ওমা এটা দেখি সব ছেলেদের আইটেম। মিতার হলে তো নিশ্চয় বুটিকসের আয়োজন থাকতো! তাহলে তার স্বামীর। এটা নিশ্চিত ধরেই নিয়েছে ফাইয়াজ! কিন্তু মেইন চেয়ার শুন্য! লোকজন তেমন নেই! হালকা গান বাজছে! শীতাতপ নিয়ন্ত্রিত! ওপরের দিকে তাকালাম দেখি একটা বিশাল আকাশ ছাদকে টেনে ধরে আছে। বোঝার উপায় এটা ছাদ নাকি আকাশ। শরতের পেজা তুলার মেঘ খন্ড খন্ড হয়ে দূর নিলীমায় ভেসে বেড়াচ্ছে! আকাশে উড়ে যাচ্ছে নজরুলের গানের মতো, " কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস সারির দোলানো মালিকা" সাথেই কাশ ফুলের অদ্ভুত আবরণ মেঘে মেঘে চেয়ে আছে চাঁদের কিরণ। অদ্ভুত ডেকোরেশন চমৎকার আয়োজন! এতো রুচির মিতার বা তার হাসবেন্ডের! মনেহয় মিতার ই ডিজাইন! মাথায় ঘোরপাক খাচ্ছে! বুঝতে পারছিনা বা বুঝছি না!মোট পাঁচজন কর্মচারির দেখা মিললো! একটু ভেতরে গেলে চোখে পড়লো সাথে টেইলার্স! অর্ডার নেয়াও হয়, কাপড়ও আছে! এমন সময় একটা লোক ঢুকলো ঢুকেই সালাম দিয়ে বললো কিছু লাগবে স্যার? নাহ দেখছি, আগে কখনো আসিনিতো আজ প্রথম এলাম! নিশ্চয় স্যার, দেখুন! পরিচয় জিজ্ঞেস করলাম, বললো,স্যার আমি ম্যানেজার গোলাপ রহমান!

ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ চোখে পড়লো অসাধারণ বারো লাইনের একটা কবিতা পেইন্টিং করা দেয়ালে ঝোলানো! নীচে "শাহ সাবরিনা মোয়াজ্জেম" নাম লেখা! কাছে গেলাম, এই কবির নাম শুনেছি বলে মনে হয়না! হয়তো নতুন? হতে পারে কারণ অনেক কাল আগেই গল্প কবিতা পড়া ছেড়ে দিয়েছি! এখন মাঝে মাঝে পরি, "আরনেস্ট হেমিংওয়ে" অথবা "জেমস জয়েস" এর উপন্যাস! আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি তাই আমার তাকানো দেখে, গোলাপ এসে বলে, স্যার এটা আমাদের মেডামের লিখা কবিতা! আপনার মতো অনেকেই দেখে, জিজ্ঞেসও করে! মনে হলো গোলাপ ছেলেটা ভালো! কেমন নম্র নম্র ভাব আর সাথে বিনয়ী! তার সাথেই আমার ভাব জমাতে হবে! এইযে গোলাপ সাহেব, এদিকে আসুন! জী স্যার, বলুন! এই টি শার্ট কতো? স্যার, প্রাইজ সাথে দেয়া আছে! বেশী নয়। পাঁচশত টাকা তবে দেখার মতো! নিলাম। তারপর একটা শার্টের অর্ডার দিলাম চার দিন পরে দেবে! টাকা পেইড করে চলে এলাম!

ফাইয়াজ মনে মনে ভাবে, কি চমৎকার দোকান কি চমৎকার লেখা সাথে ম্যানেজার সেও আরেক চমৎকার! মিতা তাহলে অসাধারণ! ফাইয়াজ মুগ্ধ!

দুদিন পর আবার বিকেলে ফাইয়াজ গেলে কিন্তু মালিকের চেয়ার শুন্য! হয়তো মিতার হাসবেন্ড রেস্ট নিতে যায় এই সময়! গোলাপ ফাইয়াজকে দেখে চিনে ফেলে! আরে স্যার, আপনার শার্ট হয়নি! আরও দুদিন লাগবে! আরে গোলাপ আপনার সাথে কথা বলতে এসেছি! এখান দিয়ে যাচ্ছিলাম তাই ভেবেছি শার্টের কি হলো দেখি আর আপনার সাথে কথা বলে যায়! স্যার বসুন। স্যার কি খাবেন বলুন? কফি নিয়ে আসি স্যার? ঠিক আছে! গোলাপ কফির জন্যে লোক পাঠালো! কেমন বেঁচা কেনা হয়! স্যার মেডামের শো-রুমের পাশাপাশি চারটি ফেক্টরি আছে ওখানে টেন্ডারের কাজ করা হয়! এটার মালিক কে? আমাদের মেডাম! উনার হাসবেন্ড কি করেন? স্যার মেডামের হাসবেন্ড নেই! একমাত্র ছেলে আর মেডাম,সাথে এই ব্যবসা! আগে গান করতেন এখন করেননা। ব্যবসা করেন! আপনার মেডাম আসেননা? আসেন, তবে সন্ধ্যার পর! ফাইয়াজ মনে মনে হিপ হিপ হুররে বলছে আর মনের অজান্তেই নেচে উঠছে! বের হয়ে মনে মনে গাইছে," জন ডেলবারের বিখ্যাত গান," ইউ ফিল আপ মাই সেনসেন্স. নাইট ইন এ ফরেস্ট! "

চলবে...........

No comments

Powered by Blogger.