Header Ads

বঙ্গবন্ধু মানে _ মোঃ সেলিম হোসেন


বঙ্গবন্ধু মানে
মোঃ সেলিম হোসেন

বঙ্গবন্ধু এক চেতনার নাম,
বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা ;
বঙ্গবন্ধু মানে স্বপ্নের পুরুষ,
সাতকোটি বাঙালির মনে;
বঙ্গবন্ধু মানে প্রতিবাদী ভাষা
বীর বাঙালিদের কণ্ঠে;
বঙ্গবন্ধু মানে জ্বালাময়ী বজ্রকণ্ঠে,
সুভাষণের বিমূর্ত প্রতীক;
বঙ্গবন্ধু মানে স্বাধীনতা আদায়ে,
সাতেই মার্চের ভাষণ;
বঙ্গবন্ধু মানে পরাধীনতার গ্লানি,
হতে মুক্তির আন্দোলন;
বঙ্গবন্ধু মানে স্বাধীনতার প্রতীক
লাল সবুজ পতাকার সম্মান;
বঙ্গবন্ধু মানে সুমধুর কণ্ঠে,
উচ্চারিত হওয়া স্লোগাণ
"এবারের সংগ্রাম,মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম"
বঙ্গবন্ধুর কণ্ঠে সুভাষণ শুনে,
গর্জরে উঠল বাংলার সূর্যসন্তানেরা;
পরাধীনতার শৃঙ্খল ভেঙে সাতকোঠি,
মুক্তিকামী নির্যাতিত প্রাণ;
ধরলেন বাজী জীবন তারা,
উৎর্সগ করলেন প্রাণ;
বাংলার আকাশে,বাংলার বাতাসে,
পঁচা গলা লাশের গন্ধ ভাসে;
শোককে শক্তিতে রূপান্তরণ করলেন
তারা সোনার বাংলার বুকে;
রক্তের বিনিময়ে এনে দিলেন তারা,
স্বাধীনতা ভূখন্ডের নাম;
স্বাধীনতার ঘোষণা দিয়ে পেলেন
তিনি অমর উপাধি,
বাঙালি জাতির জনক সোনারবাংলায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


No comments

Powered by Blogger.