Header Ads

সেই মানুষ আজ কোথায়


সেই মানুষ আজ কোথায়
-মো সেলিম হোসেন
মানুষ মানুষের জন্য কথাটা আজ পাওয়া যায় ইতিহাসের পাতায়,
মানুষগুলো আজ আদি সভ্যতার শিকল ভাঙছে নিজেদের স্বার্থের কাছে,
একটা সময় অন্যের দুঃখে মানুষের অন্তর ব্যতিত হত হা-হুতাশ করত,
এখন আর সেই হৃদয়বান মানুষগুলোকে খুঁজেই পাওয়া না সমাজে,
মানুষের মনুষ্যত্ববোধ,বিবেকবোধ এখন উড়াল দিয়েছে দূর অজানায়।,
মানুষ আজ চন্দ্রাভিযানে বসবাসের স্বপ্নে বিভোরের হয়ে আছে।
মানুষের আত্মহাংকারবোধ আজ সমাজের কাছে সবচেয়ে বড় আপনসত্তা,
মানুষের হৃদয়ে আজ অহংকার,হিংসা,
বিদ্বেষ ডানা মেলেছে,
উঁচু নিচুর ব্যবধান আজ বিস্তার লাভ করেছে পাহাড়ের মতন।
মূল্যবোধ নামক শব্দের আজ খোঁজ পাওয়া যায় না বললেই চলে।
অপসংস্কৃতির রোষানলে মানুষ আজ ভুলে যাচ্ছে ,
নিজেদের অতীতে তৈরি আপন কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতির কথা।
মানুষের হৃদয়ে আজ বিশ্বভ্রাত্বত্ববোধের বন্ধন আশা জাগায় না সেই আগের মতন,
ধর্ম,বর্ণ,জাতিভেদ আজ এতটায় বিস্তার লাভ করেছে যে ,
মানুষ আজ আর চাই না কাউকে প্রাপ্য সম্মান প্রদর্শন করতে।
মানুষগুলো প্রতিনিয়ত উচ্চ থেকে উচ্চতরে যাওয়ার জন্য,
বেছে নিচ্ছে অন্যায়,অসত্যের পথ,মেতে উঠেছে নিয়ম ভাঙার খেলায়।

No comments

Powered by Blogger.