Header Ads

সেক্রিফাইস

সেক্রিফাইস 

বাঙালি মেয়েদের বিয়ের সময় যে কথাটা শুনতে হয় তা হলো,বিয়ের পরেও তো পড়াশোনা করা যায়।শ্বশুরবাড়ি থেকে বিয়ের আগে বলা হয়, বিয়ের পরেও পড়াশোনা করতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই।

কিন্তু বিয়ের ঠিক ক'দিন পরেই শুনতে হয় ঘরের বউ ঘরে থাকবে,রান্নাবান্না করবে,বাচ্চাকাচ্চা সামলাবে।কি হবে এখন আর পড়াশোনা করে! ওসব বাদ দিয়ে সংসারের কাজে মন দাও।

বাবা-মায়ের কাছে বললে তখন বলবে,শ্বশুরবাড়ির লোকেরা যেভাবে চায় এখন সেভাবেই তোমাকে চলতে হবে।মানিয়ে গুছিয়ে থাকতে শিখো।মেয়ে হয়ে জন্মেছো সংসার সামলাও এখন আর বাইরে গিয়ে চাকরি করতে হবে না।চাকরি করার জন্য স্বামী তো রয়েছেই।

অতঃপর সব কিছু এখানেই শেষ হয়ে যায়।হাজারটা স্বপ্নকে মাটি দিয়ে দিতে হয় সবার জন্য।

অথচ যাদের জন্য এতো সেক্রিফাইস করলেন তারাই একসময় পান থেকে চুন খসলেই বলবে,ঘরের কাজ ছাড়া আর কি পারো! কি জানো? জানো তো খালি ঐ রান্নাবান্না টুকুই।বাইরের কাজকর্ম সম্পর্কে ধারনা আছে কোনো! এরপরে দিনশেষে একটা দীর্ঘশ্বাস আর জীবনের হিসেব মেলাতে গিয়ে বারবার গরমিল হতে হতে এক সময় সবকিছু থেকেই নিজেকে গুটিয়ে নিতে হয়।মেয়েদের জীবন বড়ই অদ্ভুত।

Ashish Talukder


No comments

Powered by Blogger.