Header Ads

একটা কালো রাত

একটা কালো রাত ( ভূতের গল্প)
গল্পটা ছিল নব্বই -এর দশকে,দিনটি ছিল শনিবার....
আমার দিদার বেশ জ্বর চলছিল।কোন কিছুতেই জ্বর কমছিল না বলে দিদাকে ভর্তি করা হল উপজেলা হাসপাতালে। আমি স্কুল থেকে ফিরেই দিদাকে দেখতে গেলাম হাসপাতালে।দিদাকে একটু সময় দিতে গিয়ে রাত প্রায় ১২ঃ০০ মিঃ বেজে গেল। হাসপাতাল থেকে আমার বাড়ি বেশ দূরেই ছিল।তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় রিক্সা, ভ্যান কিছুই পেলাম না তাই পায়ে হেঁটেই চলছি।রাত ছিল পুরো অমাবস্যা। চারদিকে কেমন শুনশান!অবশ্য আমার কাছে ছোট্ট একটা টর্চলাইট ছিল। আমার একটু ভয় পাচ্ছিল। তারপরও মনে সাহস নিয়ে জোরে,জোরে হাঁটতে লাগলাম।কিছু রাস্তা চলার পর মনে হচ্ছিল আমার পিছু, পিছু কে যেন হাঁটছে। পিছনে ভয়ে তাকানোর সাহস হারিয়ে ফেললাম। একটু দৌড় দিতে চেষ্টা করলাম কিন্তু না, গায়ে কোন জোর পাচ্ছিলাম না।রাস্তার পাশে ছিল অনেক পুরনো একটা বটগাছ, সাথে বাঁশঝাড়ও। মনে হচ্ছে, বাঁশগুলো জোরে শন, শন শব্দে মাটিতে পড়ছে আর উঠছে। হঠাৎ দেখলাম লাল চোখে দাড়িয়ে আমার সামনে একটা কালো কুকুর।এবার আমার বুকটা কাঁপতে লাগল। কুকুরকে দেখে ভয়ে দোয়া পড়তে লাগলাম।এদিকে পিছনে কে যেন আমায় ডাকছে নাম ধরে।আমি তাকাতেই দেখি সাদা ধবধবে পোষাকে পাহাড় সম উঁচু কে যেন দাঁড়িয়ে আছে। তার মুখ, মাথা কিছু দেখা যাচ্ছিল না। শুধু করুণ কণ্ঠে আমাকে ডেকেই যাচ্ছে।আমার গা শিউরে উঠল।মনে হচ্ছিল আমার শরীরটা অবশ হতে লাগছে।সামনে টর্চ দিতেই চোখে পড়ল বিশালাকায় একটা ছায়ামানব, বট গাছের উপর থেকে নিচে মাটি পর্যন্ত লম্বা চুল ছড়িয়ে রেখে কেমন বিকট শব্দ করছে।আমি তখন জোরে চিৎকার করছিলাম কিন্তু কেউ শুনতে পাচ্ছিল না।আর সেই কালো কুকুর একটা নয় এবার চারটি!আমার সামনে, পিছনে,ডানে,বামে সব জায়গায় । কুকুরগুলো লম্বা লাল জিহ্বা বের করে আমাকে ঘিরে রেখেছিল, চোখগুলো টর্চের আলোর মতো জ্বল, জ্বল করছিল।আমি ঠক, ঠক করে কাঁপছিলাম, ভয়ে ঠাঁই দাঁড়িয়ে রইলাম। আর ঐ বাঁশঝাড়ের ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম।
এরমধ্যেই বটগাছ থেকে একটা লম্বা হাত বাড়িয়ে আমার দিকে আসছে।, সর্বনাশ! এবার টর্চটা আর অন করতে পারছিলাম না কিছুতেই, হঠাৎ টর্চটা আমার হাত থেকে পড়ে গেল।একটা ছায়াহাত আমার গলা জড়িয়ে ধরে আস্ত গাছে তুলছিল,এরমধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেলি।পরদিন বিকেলে চোখ মেলে দেখি আমি হাসপাতালের বেডে।মা -বাবা আমার পাশেই। আমি নাকি বট গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। গ্রামের এক মুরব্বি চাচা আমাকে দেখতে পেয়ে বাবা মা কে খবর দেন।আমি ভয়ে
কাঁপতে, কাঁপতে মা'কে সব খুলে বললাম।মা আমাকে অনেক দোয়া পড়ে ফুঁ দিলেন, এখন পর্যন্ত আমার আর এমন কোন ঘটনা ঘটেনি।
ভালোই আছি তবে রাতে একা আর বের হই না---------

মোসাঃ জান্নাতুল মাওয়া

No comments

Powered by Blogger.