হে ঈশ্বর তোমার দুনিয়ায় বিবস্ত্র নারী
হে ঈশ্বর তোমার দুনিয়ায় বিবস্ত্র নারী
অস্থির চামড়ায় নিভু সলতের দাগ!
সম্ভ্রম কেড়ে নিলো কিছু জানোয়ার!
সেই থেকে আমি পিছু হটা নারী!
পায়ে পায়ে পায়েল হয়!
আমাদের কদরও কম!
তাই ঝোপের আড়ালে লুকিয়ে চুড়িয়ে থাকি!
আমাদের ঘুমের কড়া ডোজ লাগেনা!
রাত্রির ক্লান্তিতে দিনের অন্তরালে
মৌনতার চাদর মেখে আলগোছে বেঁচে থাকি!
জিয়ল মাছে ঘা, ঘা থেকে ক্ষত!
আমাদের পুজো হয় রাতের আঁধারে!
কতো সুবিধা কামুক পুরুষের
বেশ্যালয় আছে, রয়েছে কতো বারবনিতা!
নারিলয় তবে কোথায়!
নেই সিলমারা কোন পতিতলয়?
কিছু বেহায়া পুরুষ এড দেয়," যদি দরকার হয়,
তবে ইমু নাম্বার এতো,ডেকে নেবেন!"
আর কতো নীচে তোদের স্থান!
শিশ্নটা কেটে নে হারামখোর!
তবে যদি ক্ষান্ত হস!
তাও হবেনা!
তোদের ধর্মে তা নেই রে!
হে ঈশ্বর,
আমি ইমামতি করিনা
আমি নয় কোন মোয়াজ্জ্বিন!
আমি তোমার বান্দা!
জাতে নারী!
এটা কি বড্ড বেশী অস্পৃশ্য!
সকল সৌন্দর্যের উপাদানে নারী তৈরি!
তবে কেনো আমার পেশী শক্তির কম জোর!
আমিতো কারো বউ ছিলাম
আমি হিজাবী ছিলাম!
তবে কেনো আমার ঠাঁই নরকে!
এই পুরুষের জন্য সমাজ আমায় গ্রহন করেনি!
হে ঈশ্বর,
আজ আমার শূন্যতার দেহ!
আমার ঘর, পরিচয় নেই কেনো!
নাদাম পুরুষ আমায় বে-আব্রু করেছে!
দৃষ্টি শক্তি করেছে মাকড়শার জাল!
এখন আঁধারে জীবনের ছায়াছন্দ দেখি!
বানানো নাটকে দিন যায়!
অস্থিরতায় বেলা বয়ে যায়!
হে ঈশ্বর,
আর কতো বিবস্ত্র হবো!
আর কতো সাদা কাগজে উঠবে আমাদের কথা!
আর কতো লাফাংগা পুরুষের যৌনতার শিকার হবো!
সমাজ আমাদের ঠাঁই দেয়না!
সমাজ উচ্ছন্নে গেছে!
কেনো নারী আজ কলংকের বোঝা নিয়ে
সমাজের দ্বারে দ্বারে কাঁদে!
পুরুষ বানাতে গিয়ে তুমি বড্ড ভুল করেছো প্রভু!
নারী বানাতে গিয়ে সুন্দরের ছ-টা দিয়ে
ঘীরে রাখলে!
হে ঈশ্বর,
আমি নামাজী নয়
আমি হিজাবী নয়
হতে চাই আমি মুক্ত আকাশের বিহঙ্গ!
তাই বলে আমাকে বে- আব্রু করবে!
আমাকে নিশিকলি, নিশিগন্ধা, বারবনিতা হতে ই হবে!
আর কতো বিবস্ত্র হবো!
আর কতো লুকিয়ে চুড়িয়ে থাকবো!
জবাব দাও আমার বিশ্বাসের ঈশ্বর!
জবাব দাও আমার ঈমানের ঈশ্বর!
আমার সমাজ, আমার দেশ এ প্রশ্নের উত্তর দিতে পারিনি!
তাই জবাব তুমি ই দেবে!
তুমি যে সর্বেসর্বা মহান ঈশ্বর!!!
শাহ সাবরিনা মোয়াজ্জেম
No comments