Header Ads

কাজী ফাতেমা ছবি _ কাজী ফাতেমা ছবি


দু'দন্ড শান্তির ছোঁয়া মনে
কুড়মুড়ে প্রহর, প্রশান্তির ছায়া আমার পশ্চিম দাওয়ায়,
এখানে পাতার সাথে লুকোচুরি খেলে মিহি হাওয়ায়,
এক চিলতে দাওয়ায় রেখেছি সবুজের ছোঁয়া,
নিঃশাস টানি আর চায়ের কাপে চুমুকে প্রাণ যায় সুখে খোঁয়া।
ফেরিওয়ালার ডাকে ফিরে আসে সম্বিত, তাকাই ফিরে
ভিখেরির হাক, ছাই ওয়ালীর ডাক,
অদ্ভুত কোলাহল রাখে আমায় ঘিরে,
মাছ ওয়ালার মাথায় রূপালী পাতিলে রূপালী মাছের ঝাঁক,
যে যার রিযিক খুঁজে শ্রমের দামে,
ব্যস্ততা আহা ব্যস্ততা আমার ডানে বামে।
কিছু সময় কাটাই পাখিদের খেলায় চোখ রেখে
টোস্ট আর দুধ চায়ের স্বাদ নেই জিভে মেখে,
আল্লাহ সুবহানুতা'আলার এই সুন্দর দুনিয়া,
পলকেই চনমনে মনে যাই হাজার স্বপ্ন বুনিয়া,
পাতার ফাঁকে দু'এক চড়ুইয়ের কিচির মিচির গান,
এবেলা রাখালিয়ার বাঁশি শুনতে প্রাণ করে আনচান!
কান পাতি, শুনি হাওয়ার তালে বাজে পাতার বাঁশি,
ও মাবুদ গো তোমার সৃষ্টির সৌন্দর্য বড্ড ভালোবাসি,
দিয়েছো মনে অনুভূতি
অনুভবে আছে তোমার নূরের জ্যোতি,
চায়ের কাপে ঠোঁট রেখে যেমন দেহমনে আসে শান্তি
তেমনি তোমার রহমত নেয়ামত বুকের কাছে পেয়ে
কেটে যায় ভুল সব বিভ্রান্তি।

কাজী ফাতেমা ছবি

1 comment:

Powered by Blogger.