Header Ads

প্রিয়তমা তুমি এসেছিলে


প্রিয়তমা তুমি এসেছিলে
প্রিয়তমা,তুমি এসেছিলে সকালের স্নিগ্ধ নির্মল দখিনা হাওয়া হয়ে,
তোমার কথায় খুঁজে পেয়েছিলাম,ভোরের কোকিলের সুরেলাছন্দ,
প্রিয়তমা,তুমি এসেছিলে খররৌদ্রে এক পশলা বৃষ্টি হয়ে,
ভিজিয়ে দিয়েছি হৃদয়,তোমার চাঁদমুখের হাসির ঝর্ণাধারায়।
প্রিয়তমা,তুমি এসেছিলে উদাস বিকেলের
মনোমুগ্ধকর দৃশ্যমালা হয়ে,
তোমার নীল ও শাড়ীর সাথে লাল রেশমী চুড়ির শব্দে,
একাকীত্বের হাহাকারে পুড়া হৃদয়ে আশা জেগেছিল,
নব দিগন্তের উচ্ছ্বাসে জেগেছিল আমার ভালোবাসার অপূর্ব শিহরণ।
প্রিয়তমা,তুমি এসেছিলে গোধূলী লগ্নে সূর্য্যের লাল আভা হয়ে,
ক্ষতবিক্ষত হৃদয়ে স্বপ্নের রংধনুর মত সাত রঙয়ে এঁকে দিয়েছিলে হৃদয়।
তোমার আসায় হৃদয় হয়েছিল সিক্ত আর
পরিপূর্ণতায় ভরপুর।
প্রিয়তমা,তুমি এসেছিলে সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারাদের বেশে,
তোমাকে পেয়ে হৃদমাঝারে খুঁজে পেয়েছিলাম হারিয়ে ফেলা,
সব সুখের ভেলা ভুলে গিয়েছিলাম দুঃখ ছিল হৃদমাঝারে যত।
প্রিয়তমা,তুমি এসেছিলে পূর্ণিমা ভরা রাতের আকাশের চাঁদ হয়ে,
তোমাকে পেয়ে আমার আঁধারে নিমজ্জিত ঘর আলোয় আলোয়,
ভরে উঠেছি হৃদয় আমার তোমার চলনে বলনে,
আর মিষ্টিমুখের ও অধরের হাসির শব্দের ঝংকারে।
প্রিয়তমা,তুমি এসেছিলে স্বপ্নের মাঝে রোজ রজনীতে,
ভালোবাসার বাসর সাজিয়ে ছিলাম তোমায় নিয়ে বাঁধব বলে,
সুখের নীড় ভুলে যাব সব দুঃখ গ্লানি জমা ছিল আমার যত।
মো সেলিম হোসেন

No comments

Powered by Blogger.