Header Ads

সৌন্দর্যের দাম মাত্র দশ টাকা _ পরিনা

সৌন্দর্যের দাম মাত্র দশ টাকা
এই যে বুড়ো কলা কত করে হালি?
কথাটা শুনে মনে হলো সমাজে গরীবের জন্য
একটি সম্মানজনক ডাকেরও বড়ই অভাব
"ছয় টাকা হালি বাবা" বুড়ো মানুষটা দিলো জবাব।
"চুপ করো বুড়ো চাপাবাজি করার জায়গা পাওনা!
এতো ছোট কলা ছয় টাকা.... হালি!?
একটা কলা তো আমার এক গ্রাসের সমানও নয়।"
এমন বেয়াদব টাকাওয়ালার গ্রাস যে কত বড় তা কি আর গরীব কলাওয়ালাকে বলতে হয়!
গরীবেরা জানে ওদের গ্রাসে শুধু একটা কলা কেন,
পুরো কলার বাগানও কিছু নয়।
কিন্তু সে কথা তো আর তাদের মুখের উপর বলা সম্ভব নয়
বলতে গেলে সমাজে থাকা যে গরীবের কঠিন হয়
কারন টাকাওয়ালারা টাকা দিয়ে সমাজের আইন কানুন করেছে ক্রয়
সমাজের বিচার গরীবের জন্য নয়।
"কলা তিন টাকা হালি দিবো তোমাকে
পাঁচ হালি কলা তুলে দাও আমার ব্যাগে"
করুণ সুরে বললেন বৃদ্ধ, "কিন্তু বাবা তা কি করে হয়!
তিন টাকা হালি তো আমার কেনাও নয়!"
"তিন টায় আমার সিনেমার শো আছে,
এতো কথা না বলে
তাড়াতাড়ি কলা আমার ব্যাগে দাও তুলে।"
"এ কি বাবা পাঁচ হালি কলা মাত্র বিশ টাকা দিলে!"
"এতো কথা বলোনা বুড়ো! তোমার সৌভাগ্য যে পাঁচ টাকা বেশি দিলাম।"
হায়রে গরীবের সৌভাগ্য! মাত্র পাঁচ টাকা দাম!
কিছু কিছু মূর্খ বড়লোকেরা জানেনা
প্রকৃত সৌন্দর্যের ঠিকানা
তাই তো হাজার টাকার টিকেট কেটে দেখতে যায় সিনেমা
সৌন্দর্য্য খোঁজে সিনেমার রঙিন পর্দার ভেতরে
ঐ সব কিছু কিছু মূর্খরা জানেনা,
সৌন্দর্য শুধু সিনেমার রঙীন পর্দার ভেতরেই থাকেনা,
সৌন্দর্য খুঁজতে হাজার হাজার টাকাও লাগেনা
প্রকৃত সৌন্দর্যের দাম মাত্র দশ টাকা।
অর্থাৎ বুড়ো মানুষটাকে পাঁচ হালি কলার দাম বিশ টাকার জায়গায় যদি ত্রিশ টাকা দিত
তাহলে বুড়ো মানুষটা খুশি হয়ে যে হাসি হাসতো
ঐ হাসিকে হার মানায়
এমন সুন্দর কিছু পৃথিবীতে আছে বলে আমার জানা নাই।
পরিনা

No comments

Powered by Blogger.