Header Ads

সহযাত্রী _ নূরবানু রীনা

সহযাত্রী
যুগল প্রেমের স্রোতে অঙ্কিত ছিলো দুটো নাম
লোকালয়ের অন্তরালে
ধ্রুবতারা কে সাক্ষী রেখে
সুদূর যাত্রায় সাথী হবে বলে
বেঁধেছিল মুগ্ধতায় ফাল্গুনী গান।
চঞ্চল আঁখিতে, উৎসুক আবেগে
হৃদয়ের গ্রন্থিতে ছিল তারা বাঁধা
করে গভীর সাধনা।
পরস্পর যতটা হয়েছিল কাছে তা ছিল না,
নিছক দৈবাৎ ঘটনা।
হঠাৎ কোথা হতে এল অশনি রাহু,
বাঁজালো বীণা বিষণ্ণতার সকরুণ সুর।
মুহূর্তে তিক্ত বোঝাপড়া অতর্কিতে দোলায়
বিচ্ছিন্নতায় দূর হতে বহু দূর।
ছেড়ে তাই দীপ্তির পথ রেখা যাত্রা শুরু হয়
অজানা দুর্গম ঠিকানাহীন রাস্তায়;
জটিল বন্ধুর সে যাত্রায়
হয়ে পড়ে নিরবচ্ছিন্ন অসহায়।
অচেনা সহযাত্রীর কৃপণ সদ্ব্যবহারে
হতাশায় পথ চলে, এলো মেলো পদক্ষেপে;
অনভিজ্ঞতায় হোঁচট খেয়ে কষ্ট দোলায়
চরম ঘুর্ণি পাকে।
অচেনা কষ্টের রাজত্বের ঠিকানায়
প্রতিমুহূর্তে দগ্ধ হয় হৃদয়
যুগের বাস্তবতায় অগ্নিশিখায়।
শুষ্ক হৃদয় ব্যাকুল বেগে চায় তাই ফিরে পেতে
কাংখিতো হারানো ধন সুদূরে ফেলে আসা
পুরাতন অতীতে।
অতিদূর পর্বতের শিখর হতে
ঝরনায় ঝরে হয় নদী
জাগায় সমুদ্রের গভীরে প্রবাহ,
ছুটে চলে সীমানা ছাড়িয়ে,
পূর্বের ঠিকানা খুঁজে পেতে।
তেমনি চিত্তের লীলা চায় পেতে
সমস্ত আবেষ্টনের গ্রন্থি ছিন্ন করে
হারানো দিনের সর্বত্র বিস্তৃত হতে।
অনাদিকালের রীতি অনুসরণ করে
বাস্তব জীবনের যন্ত্রণা হতে মুক্তি চায় চিরতরে।
নতুন যাত্রীর অশ্লীল বাক্যের অগ্নিতে
দিবানিশি ঢাকা পড়ে নিজ প্রতিভা
দ্বিধাদ্বন্দ্বের আবরণে।
চিরন্তন রহস্যে ঘেরা স্বাভাবিক কারণে।
গ্লানিমাখা দিন লিপিতে জেগে ওঠে
ঘুমন্ত বিশিষ্টতা, বাস্তবতার নির্মম পরিহাসে
হারিয়ে ফেলেছে যার প্রকাশ ক্ষমতা।
কৌতুকের ছলে কটাক্ষ করে দুঃশাসনে,
খাপছাড়া অসহনীয় বাস্তবতাকে
নির্দ্বিধায় মেনে নেয়ার কারণে।
সুদূরে ফেলে আসা আদিম যাত্রী
কখনো চায়না কৈফিয়ৎ;
শ্রাবণের শত ধারায় সিক্ত করে চলে
যন্ত্রণাময় জীবনের যত ক্ষত।
প্রতিনিয়তঃ আশ্বস্ত করে চলে
নমনীয় বাক্য স্রোতের পরিচিত সুরে
বাস্তবতার আলোকে;
অত্যন্ত সু-সম্বন্ধ প্রণালীতে।
আলো ছড়িয়ে চলে
অন্ধকারে হারানো পথের
এবড়ো থেবড়ো চোরা গলিতে।
সীমাহীন আপ্যায়নে হৃদয় হয়ে ওঠে আপ্লুত
পুনরায় সঞ্চিত হয় অপরিমিত আধুনিক প্রেম
ভান্ডার হয় প্লাবিত।
ভিক্ষের ঝুলিতে থাকেনা বাউলের উদাসীনতা
উপচে পড়ে প্লাবনে খুশির প্রাচুর্যতা।
প্রাণপণে আঁকড়ে ধরে ধন, মনে জাগে যাত্রীর
জীর্ণ আশঙ্কা
বাস্তবতার বীভৎস নিষ্ঠুর ভয়ের নির্দিষ্টতা।
বিক্ষিপ্ত এলোমেলো পথে
চায়না আর একাকী ফিরে যেতে,
সমর্থিত জনালোক এড়িয়ে
পরস্পরের নৈকট্য চায়
আত্মিক সাধনায় ফিরে পেতে।

____________
নূরবানু রীনা

No comments

Powered by Blogger.