কেবল আমাকে ভালোবাসার পর!
কেবল আমাকে ভালোবাসার পর!
মমতা পাল
তুমি দেখে নিও বন্যা আমাকে ভালোবাসার পর তুমি আর আগের মতো থাকবেনা--
থাকবেনা কখনও---
আগের কোন কিছুই আর থাকবেনা তোমার---
তোমার ভিতর--
তোমার বাহির---
তোমার সবটাতেই!
ঠিক সবটাতেই একটা অন্য রকম ছোঁয়া লাগবে!
তুমি!
তুমি অন্য রকম সুখ খুঁজে পাবে!
যা কখনও!
যা কখনও আগে পাওনি!
পাওনি কখনও!!!
আমাকে ভালোবাসার পর তুমি সব ভুলে যাবে!
সব!
ভুলে যাবে অতীতের সমস্ত কষ্ট --
না পাওয়ার যন্ত্রণা --
একাকীত্ব--
ঠিক সবটাই!
ঠিক সবটাই!
তুমি এক পা দু' পা করে স্বপ্নের সিঁড়িতে পা দুলিয়ে দুলিয়ে হাঁটবে--
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুঁজবে একগুচ্ছ স্বপ্ন!
টুকরো কিছু আশা!
তোমার বাঁচতে ইচ্ছে করবে আরও বেশি বছর!
আরও বেশি!
জানোতো তোমার ঠোঁটে একদিন যে নষ্ট প্রেমিক যৌবনের উদ্যমতায়
চুমু খেয়েছিল-
নষ্ট করেছিল তোমার কুমারীত্ব -
একবার নয়!
বারবার!
তুমি আৎকে উঠেছিল--
তুমি নিজেকে ধিক্কার দিয়েছিলে-
ধিক্কার!
ঘৃনা লেগেছিল তোমার-
ঘৃনা!
সে ইচ্ছে করেই!
সে ইচ্ছে করেই বারবার তোমাকে মৃত্যুর দরজায় দাঁড় করিয়েছিল!
তুমি শুধু ছটফট করেছিলে!
চেয়েছিলে এ জীবন থেকে পালাতে!
অথচ দেখো!
একদিন দেখো!
তুমি দেখে নিও একদিন সেই ঠোঁটে ফুটবে অনিন্দ্য সুন্দর একটা লাল গোলাপ!
টকটকে লাল!
যার সুবাসে সুবাসিত হবে সমস্ত প্রকৃতি-
কোকিল ডাকবে কুহুরবে!
তুমি চিরতরে ভুলে যাবে দুঃসহ সেই স্মৃতিগুলো!
তুমি যখন সমস্ত কিছু ছেড়ে ঠিক আমার হাতটা ধরবে-
ঠিক আমার হাতটা ধরবে!
তখন তুমি এক পবিত্র নারী-
একটা পবিত্র ফুল!
সব কিছু ছাপিয়ে তুমি হয়ে উঠবে দেবী!
দেবী!!!!
তুমি জীবন ও সভ্যতার নোংরা জলে ফুটে থেকেও আজও আছ নিষ্পাপ -
আজও এক বিশুদ্ধ পদ্ম!
এক বিশুদ্ধ পদ্ম।
যা কেবলই আমাকে ভালোবাসার পর!!!!
আমাকে ভালোবাসার পর!!!!!
আমাকে ভালোবাসার পর!!!!!!!
No comments