একটা বয়সের পর ❑ মমতা পাল
একটা বয়সের পর
মমতা পাল
একটা বয়সের পর কিছু মানুষ কখনও কখনও প্রচন্ড আঘাত পায়---
কষ্ট পায়---
ভিতরটা পুড়ে ক্ষত হয়ে যায়!
তারপর ও হাসে!
ঠিক হাসতে হয় বলে!
এটা কতকটা মেকি!
কতকটা অভিনয়!
কতকটা!!!!
হয়তোবা---
হয়তোবা কিছুটা কষ্ট লুকানোর জন্য---
কিছুটা অপমানের বোঝা হাল্কা করার জন্য ---
কতকটা মানসিকভাবে ভালো থাকার জন্য---
কিন্তু সেটা কি হয় কখনও!!!
হয়না!!!!
সে জানে আঘাতটা ঠিক কতটা গুরুতর!
ঠিক কতটা ভিতর পুড়িয়ে খাঁক করে!
তার পরও!
তারপর ও!!!
যাতে সে অন্য মানুষের কাছে হাসির পাত্র না হয়
তাই অপমানটা ঠিক বুকের ভেতর পুষে রাখে আজীবন--
কিন্তু কাউকে জানতে দেয়না---
কাউকে বুঝতে ও দেয়না---
এটা যে তার কতটা লজ্জার,কতটা যনত্রণার, কতটা অপমানের
তা কেবল সেই জানে!
এই আচমকা কষ্ট তার ভিতর বাহির পুড়িয়ে মারে বলেই সে কখনও কখনও চায়
অন্য কেউ ঠিক এমন কষ্ট না পায়।
যে কষ্টের আগুনের আঁচে সে দগ্ধ ---
যে আঘাতে তৈরি হয়েছে একটা পোড় খাওয়া মানুষ!
সে ঠিক চায়না তার মতো আর একটা পোড় খাওয়া মানুষের জন্ম হোক নতুন করে!
যদিও সে জানে দিনশেষে সে তেমনই--
তেমনই আঘাত পাওয়া মানুষ!
প্রাপ্তিটা কেবলই শূণ্য!!!!
কিন্তু মিথ্যা অভিযোগে হয়তোবা ফাঁসি কখনও কখনও!!!
সে জানে এ কেবলই বৃথা প্রয়াস---
ভালো থাকার!
ভালো রাখার!
তার এ মহানুভবতার কোন মূল্যই নেই তাদের কাছে--
যারা দেওয়ার চেয়ে পাওয়াটাই প্রত্যাশা করে বেশি---
কারণ তাকে তো বাঁচতে হবে
যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে!
এ কারণেই হয়তোবা ভালো থাকার পাসওয়ার্ডটা ও তাকেই জানতে হয় বৈকি!!!!!!
No comments