জীবন সমীকরণ ❑ মোনোয়ারা মনি
জীবন সমীকরণ
মোনোয়ারা মনি
❑
শুনেছি আমার জন্ম হয়েছিল কোন এক অমাবস্যার রাতে।
যেদিন পৃথিবীটাকে অন্ধকারের চাঁদোয়ায় ঢেকে ঘুমিয়ে পরেছিল ক্ষয়ে যাওয়া চাঁদ----
হারিকেনের নিভু-নিভু আলোয় আমার 'মা' আমার মুখ দেখেছিলেন প্রথম বার----
সেই থেকেই আলো ও আঁধার চিনতে খুব ভুল হতো আমার।
তাইতো জীবনের প্রথম সিঁড়িতে পা দিয়েই আশ্রয় নিয়েছিলাম এক ভুল গাছের মায়াবী ছায়ায়-----
জীবনের শেষ ঠিকানা হিসেবে সেই ভুল বৃক্ষের ডালেই নির্দিধায় বাসা বেঁধেছিল আমার প্রেমময় মন।
জীবনের ভুল তো সেই থেকেই শুরু,
ভুল করেই রাখা হলো ভুল পথে পা----
ভুলের সেই ধারাবাহিকতায় একটা ভুল মানুষও জুটে গিয়েছিলো ললাটে আমার।
যার মিথ্যে প্রতিশ্রুতিতে বিমোহিত হয়ে পরিণয়ের মালা গেঁথেছিলাম অকৃত্রিম ভালবাসার অদৃশ্য সুতোয়।
অতপরঃ
কোনো এক অমাবস্যায় সেই ভুল মানুষটিও আমার হাত ছেড়ে চলে গেলো কোনো এক নতুন ঠিকানায়----
আমি আবার নিমজ্জিত হলাম অন্ধকারের অতল গহ্বরে।
ভুলটাকে ভুল জেনেও বিনয়ের সাথে মেনে নেয়া ছাড়া উপায় ছিলো না আমার----
তবুও সেই ভুল মানুষটির ফিরে আসার অপেক্ষায় ছিলাম শত সহস্র বছর। কিন্তু সে ফেরেনি কভু------
অগত্যা নিঃসঙ্গ এই জীবনে একাকিত্বকে সঙ্গী করেই চলছিলো আমার বেলা আর অবেলার সংখ্যা প্রহর-----
অকস্মাৎ!
শরতের কোনো এক পূর্ণিমা তিথিতে আমার কপাল জুড়ে বসলো এক ভীনদেশী তাঁরা।
সে আমার কপোল ছুঁয়ে বললো,
এসো মনে মন রাখি,
জোছনা স্নানে নিমগ্ন হই, স্মরনীয় করে রাখি পূর্নিমার মায়াবী রাত।
তাঁর অমিয় কথার সম্মোহনী যাদু আমার বুভুক্ষু মনে জাগালো এক অদ্ভুত শিহরণ
আবার খুলে গেলো আমার অনুভূতির রুদ্ধ দুয়ার।
টইটুম্বুর প্রেমে যেন সাঁতার কাটছি অহর্নিশ।
কষ্টের পাহাড়টা চূর্ণ হবার পরে ষোলো কলায় পূর্ণ হলাম আমি।
তাঁর বর্ণীল প্রেমের বানে ভেসে গেলো আমার বিবর্ণ অতীত।
আমি ভালো আছি,
এখন ভীষণ ভালো আছি আমি।
তাঁর অকৃত্রিম প্রেমার্ঘে আলোকিত হলো আমার জীবনের আজন্ম অন্ধকার........
SELECT YOUR TODAY VERSION AND
AUTOMATICALLY DOWNLOAD NOW
No comments