Header Ads

নিস্তব্ধ নিশুতিনী ❑ সাবরিনা মোয়াজ্জেম ❑ পর্ব_০৮

নিস্তব্ধ নিশুতিনী

পর্ব_৮   

 রুবা রুবা বলে সবাই চিৎকার করে নীচে নেমে গেলো। রুবার স্বাস চলছে কিন্তু দেহ নিথর। হাসপাতালে নেয়া হলো কিন্তু কোথায় রুবা! টিপ টিপ বায়ুর আসা যাওয়া মাত্র! ইহজগতে রুবার আর স্থান নেই তবুও বাঁচানোর আপ্রাণ চেষ্টা। অনেক কিছুই যে মানুষের হাতের বাইরে থাকে। ঈশ্বর প্রদত্ত বলে কিছু মহিমা তো থাকেই তবুও নিরর্থক চেষ্টা চলছে। বাবা মা সাথীর বিয়ে দুমাস পিছিয়ে দিলেন। জায়নামাজে পাভেল। রুবার কেবিন সংলগ্ন বারান্দায়। অঝোর ধারায় কেঁদে মহান আল্লাহকে ডাকছে! নাওয়া, খাওয়া, চাকরি, মা বাবা সহ ইহজাগতিক সব ভুলে গেছে পাভেল। জীবন নামক কোনো কিছুই আর পাভেলের মাঝে নেই! রুবা যেমন নেই, পাভেলও নেই।এই বারান্দা থেকে পাভেলকে কেউ সরাতে পারেনা। কেউ খাওয়াতে পারেনা। কেঁদে কেঁদে অস্থির পাভেল! পাভেলের ডাক কি আল্লাহ শুনেছে? নাকি শুনবে? দীর্ঘ সাতদিন পানি ছাড়া কিছুই মুখে তোলেনি পাভেল। না ঘুমাতে ঘুমাতে পাগলের অবস্থা ধারণ করেছে। রুবা ছাড়া বিকল্প পাভেলের জীবন, পাভেল কল্পনা করতে পারেনা। পাভেল প্রথম দিন ই বুঝেছিলো রুবা আর বাঁচবেনা! পাভেলের ধারণা সত্য প্রমাণ করে দীর্ঘ সাতদিন পর ডাক্তার রুবাকে মৃত ঘোষণা করে।

রুবা বেঁচে থাকতেই পাভেল দুনিয়ার খেয়াল ভুলে গিয়েছিলো আজ রুবা নেই পাভেলের নিঃশ্বাসও বন্ধ। কায়া নিয়ে চলছে। কাউকে চিনতে পারেনা। ভালো করে খেতে পারেনা। কেউ খাইয়ে দিলে খেলো নয়তো এমনি ই পরে থাকে। পাভেলের এই অবস্থা দেখে সাথী বিয়ে করবেনা বলে ঘরে সাফ জানিয়ে দেয়! মা বাবার ওজর আপত্তি কোনো কিছুই কানে তোলেনি! এদিকে পাভেলের মা বাবা পুত্র শোকে পাগল হয়ে যাচ্ছে। তারা পাভেলকে তাদের চট্টগ্রামের বাসায় নিয়ে যেতে চাইছে কিন্তু পাভেল অদৃশ্য ক্ষমতায় ঢাকায় পরে আছে। কিন্তু ঘর সংসার ছেড়ে কে কদিন পাভেলের কাছে থাকবে। সাথী পাভেলের মা বাবাকে আশ্বাস দিলো আপনারা চলে যান, পাভেলের দায়িত্ব এখন থেকে আমার!

পাভেলের মা বাবা ছেলেকে সাথীর কাছে রেখে তারা চলে গেলো। সাথীর বাবা মা খুব অসন্তষ্ট সাথীর উপর। সাথীকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। সাথী লেখাপড়া জানা সুন্দরী মেয়ে। সত্তর দশকের সময়ে এই পড়ায় অনেক ভালো মানের চাকরি পেয়ে যায় সাথে পাভেলের মা বাবার হেল্প নিয়ে একটা আলাদা বাসায় উঠে। তারপর থেকে চলে পাভেলের চিকিৎসা। অফিসে যাওয়ার সময় পাভেলকে খাইয়ে ঘরে তালা মেরে রেখে যায়। অফিস থেকে এসে পাভেলকে গোসল করিয়ে আবার খাইয়ে দেয়। সাথে চলছে ডাক্তারের কাছে আনা নেয়া। এভাবে চলছে পাভেল আর সাথীর জীবন।

চলবে........










No comments

Powered by Blogger.