Header Ads

পাগলমন মনরে আমার ❑ সাবরিনা মোয়াজ্জেম ❑ পর্ব_০৫

পাগলমন মনরে আমার

সাবরিনা মোয়াজ্জেম

পর্ব_ 

মিতা কথা শেষ করে মাথা উঁচু করে তাকালো উপরের দিকে তখন ই ফাইয়াজকে দেখে ভুত দেখার মতো চমকে উঠলো! আরে আপনি? অনেকটা অভিমানের সুরে ফাইয়াজ মিতাকে বললো, আপনি আমাকে ভোগালেন! কেনো, কি হয়েছে? এইযে, আপনি আমায় ফ্যাশন হাউসের নাম্বার দিলেন! ওহ, আপনি কি আশা করেছিলেন? আকাশ থেকে ফাইয়াজ পরলো, বলে কি মিতা? মুখটা পাংশু হয়ে গেলো ফাইয়াজের। মিতা মিটমিট করে হাসছে কিন্তু ফাইয়াজ একবারের জন্যেও মিতার মুখের দিকে তাকাতে পারছেনা! যার জন্যে এতো অপেক্ষা, এতো প্রস্তুতি, ঘুম খাওয়া নেই সে মুখের উপর একি বললো ভাবতে পারেছেনা ফাইয়াজ! ফাইয়াজের পুরুষত্বের উপর এ কোন আঘাত! আর ভাবতে পারছেনা। দুনিয়া ঘুরে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে! মিতা বলে এদিকে তাকান! ফাইয়াজ মুখ নিঁচু করেই রাখছে!

মিতা বলছে, আরে ফান করেছি। মাথা তুলুন। আর আপনি বুঝেননা মেয়েদের ব্যক্তিগত নাম্বার ইচ্ছে করলেই দেয়া যায়না তার উপর আবার স্বল্প পরিচয়! তারপরও ফাইয়াজ শক্ত হতে পারছেনা! মাথাও উঁচু করতে পারছেনা! মিতার দোকান বলে কথা। এখানে এমন অপমান ফাইয়াজ আশা করিনি যদিও কেউ কিছুই শুনেনি! মিতা ডেক্স হতে বেরিয়ে ফাইয়াজের হাতে ধরে শো-রুম থেকে বের হলো! পাশেই চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে দুজন মুখোমুখি বসলো! বলুন এবার কিসে আঘাত পেয়েছেন? এতো সেনসেটিভ আপনি? ফাইয়াজ বললো, আপনার নামটা তো সেদিন বললেন না? আরে আপনি কি জানতে চেয়েছেন? তারপর মশাই কি ভেবে আমার দোকান অব্ধি এলেন? আপনাকে জানতে? কি জানতে চান? আপনার সব কিছু! এতো আগ্রহের কারণ? জানিনা! মিতা জানে ফাইয়াজ বিবাহিত। বউ আছে। সে মিতার ব্যাপারে জানলে কি আর না জানলেই কি? বলুন কি জানতে চান? আপনার নাম জানি। মিতা সাথে সাথেই বলে আমার একটা ডাক নাম আছে আর তা হলো মিতা! মিতা বলেই ডাকুন! মহাশয় আপনার নাম কি? আমির ফাইয়াজ খান! বাহ, বেশ নবাবী ভাব আছে। ফাইয়াজ সাথে সাথেই বলে, আমাদের পুব পুরুষ জমিদার ছিলেন কোন এক সময়! এলাকায় এক নামে আমাদের সবাই চেনে। অসাধারণ! কি খাবেন? আমি ডায়েট চার্ট মেনে খাই! দয়া করে আজ একটু বাদ দিন!

আপনার স্বামী কি করেন? তিনি বেঁচে নেই। কি করে মারা গেলেন? হঠাৎ স্ট্রোক করেছিলো! তারপর অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু বাঁচানো যায়নি! একটা ছেলে আছে আমার! মা ছেলের সংসার বলতে পারেন! বয়স কতো আপনার? মেয়েদের বয়স জানতে নেই! আর বিয়ে করবেন না? নাহ! কেনো? সমস্ত জীবন ই আপনার সামনে পরে আছে! আমার স্বামীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম।তার স্থান কাউকে দিতে পারবোনা! কতো দিন হলো মারা গেছেন? পাঁচ বছর হলো! তাই বলে আর কেউ ভালোবাসতে পারবেনা আপনাকে? কারো বউ হিসেবে কল্পনা করার অধিকার নেই? কেউ ভাবলে ভাবুক, তাতে আমার কিছুই করার নেই! আমার পরিবার, স্বামীর পরিবার আমায় বিয়ে দিতে চেয়েছেন কিন্তু কেউ পারেনি! আমার জগত জুড়ে কেবল আমার মৃত স্বামী! আরও কিছু অপ্রয়োজনীয় কথার ছলে কথা বলে, কিছু খেয়ে সেদিনের মতো বিদায় নেয়ার আগে ফাইয়াজ বলে আমি বার বার আসবো কিন্তু! মিতা বলে নিশ্চয়ই আসবেন আমিও ভালো একটা কাস্টমার পাবো! ফাইয়াজ জিব কেটে বেরিয়ে চলে গেলো! সেদিন আর ইচ্ছে করেই শার্ট নেয়নি ফাইয়াজ! মনে মনে ভাবে তুমি কতো শক্ত মেয়ে আমি দেখবো তোমায়! প্রয়োজনে মাসে চারটা শপিং তোমার এখান থেকে ই করবো!

চলবে...........


No comments

Powered by Blogger.