Header Ads

হৃষ্টপুষ্ট ফাগুন _ শাহ সাবরিনা মোয়াজ্জেম


হৃষ্টপুষ্ট ফাগুন শাহ সাবরিনা মোয়াজ্জেম কংক্রিটের সিঁড়ি ভেঙ্গে উড়ে যায় এক রাশ ফাল্গুনী হাওয়া! রাশভারী মুগ্ধতা পেয়ে বসে আমায় আমি আলোড়িত হই! চঞ্চলা মৌসুম আমায় পিছু ডাকে! পড়েনা মনে আমার, পিছু হটা দিনের কথা! রাত্রি প্রহরে শীষ দেয়া দোয়েল স্বপ্ন বুণে বন্ধাত্ব করি, ঋতু সঙ্গমের সাথে! ফাগুন আমায় উপোসী রাত উপহার দিয়েছিলো আজও দিলো! পিছু দিনের সে আমায়, দিয়েছিলো একটি লাফাঙ্গা সারস! কথা বলা ময়না হলে পাঁচ বার আজান দিতো! লতাবেষ্টিত লতাবৈদ্য পাড়ার হলে উলুধ্বনি দিতো! যা হবার তা হয়েছিলো! তাই পেঁচার ঝগড়ার কু-ডাকে আমি হতচকিত হয়না! গোরস্থানমুখী হয়না! ওখানে আমার যতো ভয়! বিস্ময়ের শার্শী ভেঙ্গে কর্ণ কুহরে কোকিলনামা রচিত ধ্বনি প্রতিধ্বনি শুনতে চাইনা! ফাগুন আসুক বার বার অলি ভো ভো করুক মিছে জ্বালায়! মিছে কুয়াশায় ভিজে সন্ধ্যা ভিজুক! কারণ রাধের ঘরের কৃষ্ণ কানাইকে আমি চিনি শিরীর ফরহাদকেও চিনি! চিনি স্বর্ণালী পুরুষকেও যেখানে নারীর বিস্তৃত ভংগাকুর আর ডুবে যাওয়া সূর্যাস্ত খোঁজে আগে পিছে বারংবার! কারণ দুটো ই আলতা বরণ রঙ্গের রাংতা!

No comments

Powered by Blogger.