ক্যানভাসে মোড়ানো দুঃসহ স্মৃতি
ক্যানভাসে মোড়ানো দুঃসহ স্মৃতি
স্মৃতির ক্যানভাসে মোড়ানো আমার দুঃসহ ছেলেবেলার কথা,
অনাহারে ক্ষুধার জ্বালায় কাটিয়েছি রোজ কতবেলা,
একই পোশাকে কাটিয়েছি রোজ কত গুলো দিন,
পড়ার সময় ফুড়িয়ে গেছে চেরাগে কতদিন আলো,
খাতা কলমের অভাবে কতদিন হয়নি যাওয়া স্কুলেতে,
তবু মা বলত আমায় হাল ছাড়োনা কোন দিন,
একদিন হয়ত আসবে ফিরে সোনা ভরা সুদিন,
বাবা বলত গরীব মানুষ লেখাপড়া করে কি হবে?
তারচেয়ে বরং আমার সাথে গিয়ে কিছু একটাতো করো,
সংসারেতে অনেক অভাব পড়ানোর টাকা নাই,
কৃষকের ছেলে কৃষক হবে মনে রেখো চিরদিন,
আমার সাথে কাজে গেলে অভাব হবে দূর,
সংসারেতে সুখের দেখা আসবে ফিরে রোজ প্রতিদিন,
সেই দিনের দুঃসহ কথা স্মৃতির পাতায় গাঁথা,
এখন শুধু মনে হলে চোখের জলে ভেজা,
অনাহারে কেটেছে কতদিনে ক্ষুধা নিয়ে পেটে,
দিনের শেষে মায়ের আদর ভুলিয়ে দিতো সবই,
মাঝে মাঝে ভেবেছি আমি বাবার কথায় ঠিক,
আমার এবার বাবার সাথে মাঠে নামাই উচিত,
দুইজনেতে নামলে মাঠে আয় বাড়বে হয়ত কিছু,
সংসারের অভাব লাঘব হবে ঠিকই, আমার হবেনা কিছু,
মা আমার অটুট ছিলো বলত বাবাকে শুনো,
কয়েকটা বছর কষ্ট কর থাকবেনা অভাব কিছু,
তোমার ছেলে ছাত্র ভালো মাষ্টার মশাই কয়,
টাকার অভাবে পড়াশোনা বাদ দিওনা তারে,
দেখেনিও আমি বলে দিলাম ছেলেটা হবে কিছু,
তোমাদের মুখ উজ্জ্বল করবে হবে একদিন কিছু।
একটু শুধু ধৈর্য ধরো সংসারে ফিরে আসবে সুদিন।
মো সেলিম হোসেন
No comments