Header Ads

আবার হবে তো দেখা _ হাসনাহেনা রানুর কবিতা

আবার হবে তো দেখা
ও আমার সবুজ অরণ্য ভালবাসা
তুমি ফিরে এসো দু'হাত ভরে কুড়িয়ে নিয়ে ছোট ছোট আশা ,
স্বপ্নের মল্লিকা আজ তোমায় দেব
প্রজাপতি নীড়ে , আমার মন ছুঁয়ে থাক সারাবেলা:
আকাশ ছুঁয়ে আছে নীল
্যোৎস্না খুঁজে ফেরে পূর্ণিমা রাত
শিশির দূর্বাঘাস ;
আমাকে দুঃস্বপ্নের অনলে পোড়াতে তোমার ভাললাগে।
ও আমার নীল গোলাপ ভালবাসা
তুমি ফিরে এসো তোমার সুঘ্রাণে একটু হলেও মন ভাল হবে ,
সন্ধ্যা আকাশের আবিরতায় মন রাঙিয়ে
সবুজ ঘাসের ডগায় শিশির ভেজা ভোর হয়ে
শরতের ছড়াছড়া কাশফুল হয়ে ,
ভোরের স্নিগ্ধতায় সোনালী রৌদ্দুর মেখে তুমি এসো ।
অচেনা পথ একা হেঁটে হেঁটে ক্লান্ত
আমার এ হাতে স্বপ্ন কুসুম তুলে দাও :
আবার তুমি ফিরে আসবে কথা দাও ---
ও আমার নীল প্রজাপতি ভালবাসা
তুমি ফিরে এসো, সোনালী বিকেলে মাধবীলতা ফোঁটা স্বপ্ন নিয়ে,
তুমি ফিরে এলে প্রথম শ্রাবণ মেঘে বৃষ্টি ঝরবে কেয়া কদম বকুলের ডালে ----
আমি অথৈ জলে লাল নীল স্বপ্ন গুলো কাগজের নৌকোয় ভাসিয়ে দেব ;
ও আমার স্বপ্নের ফেরিওয়ালা....
তুমি কি আমার জন্য একটু সুখ রঙিন স্বপ্ন ফেরি করতে পার না?
কেন দুঃখের অনলে পুড়িয়ে মার বারমাস ।
আমি তোমার জন্য হৃদয়ে গোপন ভালবাসা রেখেছি
তুমি ছুঁয়ে ও দেখো না।
ও আমার বিমূর্ত ভালবাসা
তুমি আমার জন্য গভীর রাত্রি তুলে রেখো --
একদিন তুমি আমি মুখোমুখি বসব ,
আলোচনা করব দূর্বোধ্য কবিতা,
ছোট্ট পরিসরে গল্প
কালজয়ী কোন উপন্যাসের পান্ডুলিপি ;
তোমার লেখা ছোট্ট গল্পের নায়িকা হয়ে কখনো আমার আর ফেরা হবে না।

_____________
হাসনাহেনা রানু

No comments

Powered by Blogger.