Header Ads

সৌদির ভিসা প্রদান, ভিসার মেয়াদ বৃদ্ধি, ভিসা ক্যান্সেলের আবেদন ২৭ সেপ্টেম্বর হতে গ্রহণ করা হবে

ঢাকাস্থ সৌদি দূতাবাসে আগামী ২৭ সেপ্টেম্বর রোজ রবিবার হতে দূতাবাস স্বীকৃত এজেন্সিসমূহের মাধ্যমে নতুন ভিসা প্রদান, ভিসার মেয়াদ বৃদ্ধি, ভিসা ক্যান্সেলের আবেদন গ্রহণ করা হবে মর্মে দূতাবাসের অফিসিয়াল টুইটার একাউন্ট হতে টুইট করে জানিয়েছে।

ভিসাধারীদের সৌদি আরব বিমানবন্দরে অবতরণের ৪৮ ঘন্টা পূর্বে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত পিসিআর টেস্টে কোভিড ১৯ নেগেটিভ সনদধারী হতে হবে। এবং সৌদি বিমানবন্দরে যথাযথ গাইডলাইন ফলো করতে হবে। ইকামা, খুরুজ আওদা ভিসা এক্সটেনশন এর ক্ষেত্রে যথানিয়ম অনুসরণ করা হবে।

No comments

Powered by Blogger.