মেধাবী _ মোসাঃ জান্নাতুল মাওয়া
তোমরা মেধাবী
গ্রামের স্কুলের সেরা রেজাল্টা হাতে নিয়ে
দাও শহরে পাড়ি, তোমরা মেধাবী।
সেখানেও চমক দিয়ে দেশের নামী কোন শহর
কিংবা দাও বিদেশ পাড়ি।
তোমরা মেধাবী।
গড়ো নাম যশ খ্যাতি দামী গাড়ী বাড়ি কত কী!
চাই টাকা আরো, আরো বেশী বেশী।
ভুলে যাও গ্রামের মুক্ত আলো বাতাস
মেঠোপথ সবুজ অরণ্য ছায়াঢাকা হিজল বন সবই,
সবভুলে চলে উঁচু অট্টলিকার প্রতিযোগীতা
তোমরা মেধাবী তাই।
তোমরা মেধাবী তাই
চলে চেয়ার বদলের প্রতিযোগীতা
নিতে থাকো বড় বড় ডিগ্রী,চাই পদ্দোনতি।
জন্ প্রতি থাকে কার, বাড়িতে দারোয়ান এসি...
তোমারা মেধাবী।
ভুলে গেলে পিয়ন বাবার ছেলে
আত্মীয়দের পরিচয় দিতে পারোনা লাজে
বাবা শুধু একটু ভাজাচালের সাথে জল পানকরে কাটিয়েছে কতদিন।
নিজের ক্ষুধার্ত পেটটাকে কাপড়ে বাঁধিয়ে জুটিয়েছে তোমার খরচ,
ভুলেগেছো সবই।
তোমরা মেধাবী।
তোমরা মেধাবী তাই
খড়ের ছাউনি বেয়ে পানিপড়া সেই কুঁড়েঘর
যেখানে মায়ের সাথে একটা আধাছেঁড়া কাঁথায়
টানাটানি করে ঘুমাতে শান্তির ঘুম।
মা ছেঁড়া একটা শাড়ি পরতেন বারে বার..
ছিল না মায়ের কোন আকুতি, তোমরা মেধাবী।
তোমরা মেধাবী বলেই তো
আমরা আছি আজ বৃদ্ধাশ্রমে। তোমরা ব্যস্ত,
বড্ড বেশি ব্যস্ত, তোমাদের চলে কতমিটিং
চলে কত কনফারেন্স তাই তো আসতে পারো না
বাবা,আমরা তবুও অবোধ বালকের মতো চেয়ে রই পথপানে,
তবে খোঁজ নাও টেলিফোনে মাঝে, মাঝে।
তোমরা মেধাবী বলে.......।
No comments