Header Ads

প্রাণে তুমি নজরুল _ মোসাঃ জান্নাতুল মাওয়া

 


প্রাণে তুমি  নজরুল

            

তুমি বিদ্রোহী "বল বীর বল উন্নত মমশির"

কলমে ঝরিয়েছো রক্ত তোমার, ব্রিটিশের বুকে তীর।

আসানসোলের চুরুলিয়া গ্রামে মা জাহিদার কোলে,  

আলোক ছড়ানো খোকা এলে তুমি কাজী ফকিরের ঘরে।

 

কোল জুড়ে এলো  ফুটফুটে চাঁদ বাবরী দেলানো চুল,

ডাগর নয়নে ছলছলপানে চেয়ে থাকা এক ফুল।

দূরন্ত, দূর্বার ছুটে চলা এক চপল তরুন কিশোর,

নাম ছিল তার  দুখূমিয়া ভবে  সুখ যেন তার ধূসর।

 

মক্তবে গিয়ে পড়ালেখা তার ইসলাম দিয়ে  শুরু,

বাবা ছিল তার  মসজিদের  ইমাম  ছিলেন ধর্মভীরু।

'বছর  বয়সে বাবার মৃত্যুতে পড়ল মাথায় বাজ,

অভাব ঘোচাতে কিশোর দুখু কাঁধে নিল বাবার  কাজ।

 

চপল মনটা বাঁধিয়ে বসে সারাদিন  বেচিত রুটি,

আনমনা মন  মানে না বারণ খুঁজিত শুধুই জুটি।

ছুটেচলা বালক যোগদিল যখন লেটো গানের দলে,

মেধার বিকাশ শুরু হলো তখন শক্ত বাহুর বলে।

 

এরপর আর পিছু তাকা নাই সামনে শুধুই  চলা,

বিদ্রোহী তুমি, সাম্যের তুমি, মানবতার  গান গাওয়া।

দরিদ্র  নিপিড়িত মানুষের তরে লিখেছো কত লেখা,

নেই ভেদাভেদ জাতি ধর্মে সব রক্তই লাল সেথা।

 

হয়েছো সৈনিক তুলেছো অসত্র উর্ধ্ব সমরাঙ্গনে,

করেছো কারাবাস চলেছে কলম স্বাধীনতাঙ্গনে।

মুক্ত করিতে যেকোন অধিকার আজো গাওয়া হয় গান,

যে গান তোমার ঝনঝন বাজে টগবগে উঠে প্রাণ।

 

তুমি অগ্নিবীণা তুমি বিষের বাঁশি তুমি লিচুচোর তুমি শিউলিমালায়,

তুমি রণবীর তুমি সংকল্প  তুমি বাঁধনহারা  তুমি প্রেরণায়।

তুমি নির্বাক! কথা নেই কেন?চোখ  যেন কথা বলে,

নিরবে নিভৃতে লেখা  চলত কাগজের টুকরো  পেলে।

বিরবির করে কী বলো তুমি?শোন প্রিয় যাই বলে

জাতীয় কবি অমর তুমি আছো নয়নের জলে।

 

শেষ ইচ্ছায় শায়িত আছো মসজিদেরই পাশে,

পাঁচওয়াক্ত আজানের ধ্বনি তোমার কানে আসে।

সব গোনাহ মাফ করে খোদা  বেহেস্তে রেখো তাকে,

যার হামদ-নাথ জনম জনম বাজে হৃদয়ও বাঁকে।

___________________

মোসাঃ জান্নাতুল মাওয়া



No comments

Powered by Blogger.