Header Ads

আমি তো আমারই মত _ মমতা পাল


আমি
  তো আমারই মত

মমতা পাল

 

আমি কি সত্যি সত্যিই মাটির ঠুনকো ঘড়,

যে তোমার তৃষ্ণা পেলেই আমার জমানো জল ঢেলে

ইচ্ছে মত ভিজিয়ে নেবে শুকনো গলা।

 

তারপর থুথু করে ফেলে দেবে এখানে সেখানে।

কিংবা লবণ দিয়ে কুলকুচি করবে যতক্ষণ তোমার মন চায়।

আমি তো কার পোষা টিয়া পাখি নই

যে গৃহস্থের শেখানো বুলি বার বার করে আওরাবো।

মাথা নত করে সায় দেব ভুল অন্তরা কিংবা ভুল গানে।

কিংবা প্রভুর আদেশ মেনে নামতা পড়ার মত

কবিতা আবৃত্তি করব হেলে দুলে,মাথা নেড়ে নেড়ে।

 

আমি তো নই তেমন ডুগি তবলা যে

ইচ্ছে করলেই তুমি বেসুরো বাজাবে,

হয়তো বা দাদরার তাল কাটবেনা কখনও।

 

কিংবা

সুগন্ধি পাউডার  মাখলেই গড় গড় করে সুর বেরিয়ে আসবে।

 

আমি তো আমারই মত।

তুমি চাইলেই তো আমার আমিকে তোমার মত করতে পারবেনা।

হয়তবা দুই এক সময় তোমার কষ্টকে উপলব্ধি  করতে পারি বলেই

আমাকে তোমার মত করে ভাবি নিতান্তই অনিচ্ছায়।

সেটা ক্ষণিকের জন্য ----

 

হয়তো বা রাগ করে তুমি কখন বলো "

তোমার মত হয়নি কেন? "

তোমার স্রেফ পাগলামি।

 

জানতো কেউ কারও মত হয়না কখনও,

শুধু চেষ্টা করে হয়তো বা।

এখন সেটাও আর ইচ্ছে করেনা কখনও

 তুমি তো জাননা আমার মধ্যে দৌড়াচ্ছে এক পাগলা ঘোড়া,

সে কেবলই দিক্বিদিক ছুটছে।

ছোটার কোন শেষ নেই।

 

সমস্ত কষ্টকে উপেক্ষা করে,

সমস্ত যন্ত্রণাকে বুকে ধরে,

পরাজিত সৈনিকের মত তার ছুটে চলা।

খুরে খুরে তার উড়ছে ধুলো,মুখভর্তি ফেনা।

জানি তার লাগাম টেনে ধরার কেউ নেই।

শুধু তপ্ত দীর্ঘশ্বাস তার

ভেতরটা পুড়িয়ে খাঁক করে দিচ্ছে বারবার।

তারপরও আবারও জয়ের নেশায় উন্মত্ত সে।

ছুটে চলার বুঝি শেষ হবেনা কোনদিনও।


No comments

Powered by Blogger.