Header Ads

শেখার কোন বয়স নাই _ অসিত কুমার বাড়ৈ

শেখার কোন বয়স নাই । দোলনা থেকে সমাধি - শিখতে হবে নিরবধি ! আপনার অর্থ আর পেশী শক্তি হয়তো চিরদিন নাও থাকতে পারে ! কিন্তু আপনার প্রজ্ঞা , আপনার জ্ঞান , আপনার শিক্ষা সারাজীবন আপনাকে আলোকিত করবে। তাই যখন, যেখানে, যেভাবে পারেন শিখে নিন । মনে রাখবেন জ্ঞানী ব্যাক্তিরা সময় এবং পরিবেশ থেকে জ্ঞানার্জন করে থাকেন ! আর অহংকার পতনের মূল কথাটা নিশ্চয়ই আমাদের সবার জানা আছে। মনে রাখতে হবে নিজেকে সবজান্তা মনে করা বোকা ও জ্ঞানহীনের পরিচয়। দুচার খানা গ্রন্থ অধ্যায়ন করে যেমন বক্তা হওয়া যায়না - তেমনি ধান গাছ কলা গাছ বা ভেন্না গাছে কখনো তক্তা হয়না, তা সেটা লম্বায় যতই বড়ই হোক। ছোট জলের চুনোপুঁটি শেওলা খেয়ে কখনো গভীর জলের রুই মাছ হতে পারেনা। আপনার হয়তো জানা আছে স্বয়ং বিদ্যাসাগরকে যখন ইংরেজ অধ্যাপক বলেছিলেন - আপনি তো বিদ্যার সাগর, বিশ্বের সমস্ত জ্ঞান আপনার মধ্যে আছে বলেই তো মানুষ আপনাকে বিদ্যাসাগর বলে! প্রতিউত্তরে তিনি বলেছিলেন আমাকে যে বিদ্যার সাগর বলে মানুষ ডাকেন আমি সেই সাগরের তীরে হেটে হেটে নূড়ি,বালু,ঝিনুক পাথর কুড়িয়ে ঝুলিতে সংগ্রহ করতেছি মাত্র, ঐ সাগরে অবগাহন করার মত যোগ্যতা আমার এখনো হয়নি ! আর সেই স্পর্ধা ও দেখাইনা। আর আমরা ? আমরা তো সেই নুড়ি বালু পাথরের পরিত্যক্ত অংশ ভাগারে ফালানোর যোগ্যও নই, তাই আসুন আমরা সংযত আচরণ করি মনে রাখি যে গাছে বেশী ফল ধরে সে গাছের ডালপালা গুলো ধীরে ধীরে নিচু হয়ে যায়। আর যেটায় কোন ফল ধরেনা সেটা মাথা উচু করে শুধু গর্ব আর অহমিকা প্রকাশ করে। আর এটাও মনে রাখবেন মানুষ যখন জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে, তখন সে অহংকারী হয়ে ওঠে, দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয়। আর সে যখন জ্ঞানের সর্বশেষ বা তৃতীয় স্তরে প্রবেশ করে তখন সে তার অজ্ঞতা উপলব্ধি করতে পারে। আর তখনই সে প্রকৃত মানুষ বা মহামানব বলে খ্যাত হয়।।

সুপারস্টার জেমিনি জাহাজ ,
মেরিনা বে সিঙ্গাপুর ।

1 comment:

Powered by Blogger.